লিভ ট্রাভেল কনসেশন কখন পাওয়া যায় এবং কী কী সুবিধা কর্মচারীরা পেয়ে থাকেন?
Somyukta AdhikaryBronze
লিভ ট্রাভেল কনসেশন কখন পাওয়া যায় এবং কী কী সুবিধা কর্মচারীরা পেয়ে থাকেন?
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
1) এই সুবিধা ১৯৮১ সাল থেকে রাজ্য সরকারের কর্মচারীরা পেয়ে আসছেন। পূর্বের এই সংক্রান্ত সমুদয় আদেশ বাতিল করে G.O. No. 9924-F dated 7.12.2005 দ্বারা নতুন নতুন সুযােগ সুবিধা ঘােষিত হয়েছিল। উহা কার্যকর ছিল 07/12/2005 থেকে 31/10/2015 পর্যন্ত। পরে সরকারি আদেশ 7370-F(P) at 09.10.15 দ্বারা পুনরায় নিম্নলিখিত সুযোগ সুবিধা সমেত 01/11/2015 তারিখ থেকে বলবৎ হয়েছে।
i) প্রতিটি কর্মচারী হােম ট্রাভেল কনসেশন (HTC) হিসাবে প্রতি ৫(পাঁচ) বছরে একবার রাজ্যের যে কোনাে স্থানে ভ্রমণে যেতে পারেন।
ii) প্রতিটি কর্মচারী লিভ ট্রাভেল কনসেশন হিসাবে প্রতি ১০ (দশ) বছরে একবার ভারতের মধ্যে যে কোনাে স্থানে বা প্রতিবেশী রাষ্ট্রসমুহ যথা—থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপ-এ ভ্রমনে যেতে পারবেন। এখানে উল্লেখ্য যে উপরোক্ত দেশগুলিতে ভ্রমণ কালে কর্মচারীরা উক্ত দেশসমুহের নিকটতম ভারতীয় বিমান বন্দর থেকে যাত্রার জন্য কোন দেশের বিমান সংস্থা (সরকারী অথবাপ্রাইভেট) ইকোনমি ক্লাসে বিমান ভাড়া পাবেন। ঐ বিমানবন্দরে যাতায়াতের জন্য খরচ প্রচলিত নিয়ম অনুসারে প্রদেয়।
2) যেসব কর্মচারী ৬০ বছর বয়সে অবসর গ্রহণ করবেন এবং কর্তৃপক্ষের অনুমােদন নিয়ে যারাস্বেচ্ছায় অবসর গ্রহণ করবেন তারা এই সুযোগ পাবেন।
3) এই সুযোগ কর্মচারীর পরিবারের সদস্যরাও পেয়ে থাকেন। পরিবারের নতুন সংজ্ঞা প্রকাশিত হয়েছে G.O.No. 4730-F dated 25,5.99 ANNEXURE-Para-10 তে।
4) যদি স্বামী এবং স্ত্রী উভয়ে রাজ্য সরকারের কর্মচারী হন সেক্ষেত্রে স্বামী বা ঐ একক পরিবারহিসাবে এই সুযােগ গ্রহণ করতে পারেন। কিন্তু তাদের এই পরিপ্রেক্ষিতে একটা প্রতিশ্রুতি দিতে হবে যে অন্যজন তার অফিস থেকে এই সুযোগ ভােগ করবেন না, যা কমচারীর সার্ভিস বুকে লিপিবদ্ধ করতে হবে।
5) স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ কেন্দ্রীয় সরকারী এবং আধা সরকারী সংস্থার কর্মচারী হিসাবে লিভ ট্রাভেল কনসেশনের সুবিধা পেয়ে থাকেন এবং তাদের মধ্যে কেউ যদি পরিবারের সদস্য হিসাবে ওই সুযােগ ভােগ করে থাকেন সেক্ষেত্রে তিনি রাজ্য সরকারের কর্মচারী হিসাবে এল টি. সি.-র সুযােগ-সুবিধা পাবেন না।
6) আধা সরকারী সংস্থায় যেখানে এল, টি. সি. র সুবিধা নেই সেখানে স্বামী অথবা স্ত্রী যদি চাকরি করেন সেক্ষেত্রে তাকে ঘোষণা করতে হবে যে ভবিষ্যতে উক্ত সংস্থায় এল, টি. সি. চালু হলেও তার সুযােগ গ্রহণ করবেন না। তবেই রাজ্য সরকারের ঘােষিত সুযােগ পাবেন।
7) সরকারী কর্মচারী এবং তার পরিবারের সদস্যগণ একসাথে ভ্রমণ করতে পারেন। এছাড়া পৃথকভাবে, পৃথক সময়, পৃথক গ্রূপে এবং পৃথক স্থানে ভ্রমণে কোনো বাধা নেই। এক্ষেত্রে ভ্রমণ বাবদ পৃথক পৃথক বিল দাখিল করা যাবে।
8) ভ্রমণ শুরু করার পূর্বে কর্মচারী তার কন্ট্রোল অফিসার কে লিখিতভাবে স্থানের নাম জানাবেন।
9) এই ভ্রমণ বাবদ আনুষঙ্গিক খরচ এবং লোকাল জার্নি বাবদ খরচ পাওয়া যাবে না। Details GO No 5152-F(P) dt. 06/09/2019
10) এক জায়গা থেকে সোজাসুজি কম দূরত্বের অন্য জায়গায় যাওয়ার গাড়ি ভাড়া পাওয়া যাবে।
11) পাহাড়ি এলাকা, যেখানে রেল চলে না সেখানে জন পরিবহনে সোজাসুজি কম দূরত্বের পথে ভ্রমণ করলে তার ভাড়া পাওয়া যাবে।
12) এই ভ্রমণের ক্ষেত্রে অগ্রিম পাওয়া যায়। এক্ষেত্রে রেল বা বাসের টিকিট কেনার দিন থেকে ১০ দিনের মধ্যে টিকিট অরিজিনাল-সহ জেরক্স কপি, কন্ট্রোল অফিসারের নিকট দাখিল করতে হবে। অরিজিনাল টিকিট কর্মচারীকে ফেরত দেবেন। কিন্তু টিকিটের জেরক্স কপি অফিসে থাকবে যাচাই করার প্রয়োজনে। অগ্রিম গ্রহণ করার পর ৬০ দিনের মধ্যে ভ্রমণ না করলে টাকা ফেরত দিতে হবে। এক্ষেত্রে ভ্রমণ শেষ হবার এক মাসের মধ্যে বিল দাখিল করতে হবে।
13) এই ভ্রমণ যে কোনাে ছুটি নিয়ে করা যায় G.O. No. 3430-F dt. 2.5.1981 অনুযায়ী।
14) যেসব কর্মচারী অগ্রিম না নিয়ে ভ্রমণ করবেন, তাদের ভ্রমণ শেষ হবার তিন মাসের মধ্যে অফিসে বিল দাখিল করতে হবে।
15) প্রাইভেট কারে অথবা প্যাকেজ টুরে ভ্রমণ করলে ভ্রমণ বাবদ খরচ পাওয়া যাবে না।
16) ভ্রমণ বাবদ খরচ সংশ্লিষ্ট কর্মচারী বেতন হেড থেকে হবে Sub-detailed “07-Other Allowances” under detailed head “01-salaries ” under all concerned major head and minor head।
17)ভ্রমণ বিলের সঙ্গে টিকিটের জেরক্স কপি দাখিল করতে হবে। (G.O.No. 4367-F.dt 13/06//2006)
18) রেল ভ্রমণের ক্ষেত্রে বেতন অনুযায়ী শ্রেণীবিভাজন হবে। এক্ষেত্রে রেল ভাড়া পাওয়া যায় নিম্নরূপ:
19) আগরতলা (ত্রিপুরা) গেলে ইকোনমি ক্লাসে বিমান ভ্রমণ করা যাবে। Indian Airlines-এ বা প্রাইভেট এয়ার লাইন্সের বিমানে ভ্রমণ করলে বিমান ভাড়া, ন্যাশনাল কেরিয়ারের ভাড়া অথবা প্রাইভেট এয়ারলাইন্সের যথার্থ ভাড়া– যেটি কম হবে, সেটি পাওয়া যাবে।
20) আন্দামান, নিকোবর এবং লাক্ষাদ্বীপ গেলে ইকোনমি ক্লাসে বিমান ভ্রমণ করা যাবে ন্যাশনাল কেরিয়ার অথবা প্রাইভেট এয়ার লাইন্সের বিমানের ক্ষেত্রে বিমান ভাড়া কোনাে অবস্থায় ওইস্থানে জাহাজ অথবা রেলে ভ্রমণ করলে যে ভাড়া প্রাপ্য সেই ভাড়ার অতিরিক্ত হবে না।(G.O.NO. 9924-F dt. 7.12.2005. No. 607-F dt.20.1.2006 and 4367-F dt. 13.6.2006).